𝙋𝙖𝙩𝙘𝙝 𝙏𝙚𝙨𝙩 শব্দটার সাথে আমরা অনেক পরিচিত। নতুন প্রোডাক্ট ইউজ করতে গেলেই আগে সবাই বলে, Patch test করে নিয়েন : এই কথাটা আমরা অনেক শুনি।
বুঝলাম, Patch টেস্ট করতে হবে। কিন্তু এই জিনিস কিভাবে করে , কেন করে সেটা নিয়ে হয়েছে যত কনফিউশন। চেষ্টা করবো একটু সহজ করে সাজানোর।
𝙋𝙖𝙩𝙘𝙝 𝙏𝙚𝙨𝙩 কি?
কোন স্কিন কেয়ার, কসমেটিকস প্রোডাক্ট সরাসরি মুখে না লাগিয়ে, মুখের মত /কাছাকাছি সংবেদনশীল কোন স্থানে লাগিয়ে পরীক্ষা করা/একটি ধারণা নেয়া যে, সেটা আমার ত্বকে স্যুট করবে নাকি করবে না।
𝙋𝙖𝙩𝙘𝙝 𝙏𝙚𝙨𝙩 কার জন্য উপযুক্ত?
সবার সবার। যখনই নতুন প্রোডাক্ট কিনবেন, নতুনভাবে ইউজ করবেন তখনই patch test করে নিবেন।
তৈলাক্ত, শুষ্ক, ছোট, বড়, ছেলে, মেয়ে, সংবেদনশীল, সংবেদনশীল নয় ইত্যাদি, সবার জন্য patch test করতেই হবে। আসলে, করে নেয়া টাই বুদ্ধিমানের কাজ হবে।
কেন 𝙋𝙖𝙩𝙘𝙝 𝙏𝙚𝙨𝙩 প্রয়োজন?
আমরা কেউ কি চাই আমাদের মুখে কোন স্কিন কেয়ার প্রোডাক্ট বাজেভাবে react করুক?আমি কিন্তু চাই না।
Suppose, একটি প্রোডাক্ট কিনে এনে মুখে লাগিয়ে ফেললাম, আর সাথে সাথে বা কয়েক ঘন্টা এমন কি আরো পরে যেয়ে সেটা react করা শুরু করল। কেমন react??
- Rash
- চুলকানি
- জ্বলুনি
- ফোস্কা
- কেমিক্যাল burn
- Contact dermatitis (is a type of eczema triggered by contact with a particular substance.)
- Erythema( is redness of the skin caused by injury or another inflammation- causing condition.) ইত্যাদি।
আমরা কেউ চাই না, কোন প্রোডাক্ট ব্যাবহার করে আমাদের এমন হোক। তার থেকে, শরীরের অন্য খানে ব্যাবহার করে দেখে যদি মনে হয়, আমার ত্বকের জন্য উপযুক্ত,তখনই সেটা মুখে ব্যাবহার করব।
Professional patch test এর পদ্ধতি এবং patch টেস্ট করার স্থান আলাদা। সেটা আসলে, আমাদের ঘরে বসে করাটা পসিবল না। তাই ঘরে বসে সহজে patch test করা যায় সেটা নিয়েই লিখি।
কিভাবে বাসায় 𝙋𝙖𝙩𝙘𝙝 𝙏𝙚𝙨𝙩 করব?
শরীরের এমন স্থান খুজে নিব, যেটা মুখের ত্বকের মতই বেশ delicate. এই ক্ষেত্রে হাতের কনুই এর উল্টো পাশে , কব্জির (ছবি দিয়ে দিব) এবং কানের পিছনে এই টেস্ট টি করতে পারেন। কানের পিছনে patch test টা আমি পার্সোনালি করে থাকি।
কত টুকু প্রোডাক্ট নিব?
অনেক বেশি product নিব না। যেহেতু অল্প জায়গায় প্রোডাক্ট টি লাগাবো তাই অল্প পরিমাণ নিয়ে ব্যাবহার করবো।
এখন, প্রোডাক্ট লাগিয়ে দিলাম, এবার অপেক্ষার পালা। কতক্ষন এবং কিভাবে অপেক্ষা করবেন?
কমপক্ষে ২৪ ঘণ্টা অপেক্ষা করবেন। এই সময়ের ভিতরে কি গোসল, ওযু এগুলো করা যাবে কিনা সেটা নিয়ে একটা কনফিউশান থাকে।
আমি একটু generalized করি। রাতে poroduct টি ব্যাবহার করবেন। ঘুমিয়ে যাবেন। সময় মত ওযু , গোসল বা অন্যান্য কাজ করলেন। এগুলো করলে / ধুয়ে ফেললে আবার product লাগান (কেমিক্যাল exfoliator, retinol হলে বার বার লাগানো যাবে না)। এভাবে ২৪ ঘণ্টা মিনিমাম এবং ৭২ ঘণ্টা পর্যন্ত অবজারভেশন করতে পারেন।
এই সময়ের ভিতরে কোন unsual কিছু চোখে না পড়লে, আপনি ধরে নিতে পারেন সেটা আপনার ত্বকের জন্য মানানসই।
𝙋𝙖𝙩𝙘𝙝 𝙏𝙚𝙨𝙩 এর জায়গা টি কি অ্যালকোহল প্যাড/ Iodine দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে?
আমার মনে হয় এটার প্রয়োজন নেই। আমি যতদূর দেখেছি ,কোন ইনজেকশন দেয়ার আগে এই কাজটি করা হয়। যেহেতু আমরা কোন কিছু ইনজেক্ট করবো না তাই অ্যালকোহল প্যাড/ Iodine এর প্রয়োজন নেই। আরেকটা ব্যাপার হলো: আমরা স্কিন কেয়ার করার আগে কি মুখে অ্যালকোহল প্যাড ব্যাবহার করি ,I think no. So, no need । প্রয়োজনে, সেই স্থান টি আপনার একটি মাইল্ড ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।
𝙋𝙖𝙩𝙘𝙝 𝙏𝙚𝙨𝙩 এর জায়গাটি ব্যান্ডেজ দিয়ে কভার আপ করে রাখার ব্যাপারটা শুনি ,সেটা করার প্রয়োজন আছে?
ব্যান্ডেজ ব্যাবহারের এর প্রক্রিয়াটি আমার কাছে একটু ঝামেলার লেগেছে। আর আমার মনে হয়েছে, প্রয়োজন নাই।
ধরে নিলাম, প্রোডাক্ট টি𝙋𝙖𝙩𝙘𝙝 𝙏𝙚𝙨𝙩 পাস করেছে। তাহলে কি আমি রেগুলার ব্যাবহার করতে পারবো?
কিছু প্রোডাক্ট /উপাদান আছে যেগুলো এমনিতেই রেগুলার ব্যাবহার করা যায় না। সেগুলো বাদে: অন্য প্রোডাক্ট গুলো patch test এ পাশ করলেও ধীরে ধীরে স্কিন কেয়ার এ যুক্ত করেন। প্রথমদিকে সপ্তাহে দুইদিন, এরপরে তিনদিন এমন করে ধীরে ধীরে প্রতিদিন । নতুন প্রোডাক্ট এমন করে ধীরে ধীরে স্কিন কেয়ার রুটিনে যোগ করলে ত্বকের সাথে সুন্দর করে মানিয়ে যায়।
The content was initially published in our facebook group.
Join our Facebook group to get more content like this: J-Beauty Users
Written by Tracy Kadir Ahmed