কুইজের নিয়মাবলি:

১। প্রত্যেকে মাত্র একবার কুইজে অংশ নিতে পারবেন।

২। একাধিকবার কুইজের ফর্ম পূরণ করলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

৩। সবচেয়ে বেশি সঠিক উত্তর এবং সবচেয়ে কম সময় নেয়া ১০ জনকে পুরস্কার দেয়া হবে। অর্থাৎ সবাই যদি একই সংখ্যক সঠিক উত্তর দেয়া তাহলে সবচেয়ে কম সময় নেয়া ব্যক্তিই পুরস্কার পাবে।

৪। এই লিঙ্কের Start বাটনে ক্লিক করার সাথে সাথেই সময় গণনা শুরু হবে।

৫। নাম এবং মোবাইল নাম্বার (১১ ডিজিট কোন স্পেস ছাড়া) অবশ্যই লিখতে হবে।

৬। এই কুইজের মূল উদ্দেশ্য সচেতনতা বাড়ানো। তাই কুইজে অংশগ্রহণ করার সময় কোনোরকম অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকার অনুরোধ রইল। কুইজের সময় বেশ কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে কোন অসদুপায় অবলম্বন করলে আমরা সহজেই ধরতে পারব।

৭। ৭ই মার্চ,২০২৩ পর্যন্ত কুইজে অংশগ্রহণ করা যাবে। কুইজের ফলাফল ১৫ই মার্চের মধ্যে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে প্রকাশ করা হবে এবং পরবর্তীতে মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে।

৮। কুইজের ব্যাপারে Kirei BD কর্তৃপক্ষ এর যেকোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে